তিন গোয়েন্দা' সিরিজটি বাংলাদেশের কিশোর সাহিত্যে এক বিশেষ স্থান দখল করে আছে, যা শুধু একটি বইয়ের সিরিজ নয়, বরং পুরো একটি প্রজন্মের শৈশবের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের প্রতীক। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত এই সিরিজটি বাংলা ভাষাভাষী পাঠকের কাছে গোয়েন্দা কাহিনীর এক নতুন দুয়ার খুলে দিয়েছিল, যেখানে তিনজন কিশোরের বুদ্ধি, সাহস আর মজাদার বন্ধুত্বের মধ্য দিয়ে রহস্যের জট খোলা হতো। তবে এই কালজয়ী সিরিজের শুরুটা ছিল বেশ চমকপ্রদ। এটি সরাসরি মৌলিক রচনা ছিল না, বরং বিদেশী একটি তুমুল জনপ্রিয় সিরিজকে দেশীয় পটভূমিতে সার্থকভাবে উপস্থাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। লেখক রকিব হাসানের নিপুণ লেখনী এবং দূরদর্শী চিন্তাভাবনার ফলেই আমেরিকান গোয়েন্দা ত্রয়ী জুপিটার জোনস, পিট ক্রেনশ এবং বব অ্যান্ড্রুস রূপান্তরিত হয়েছিল বাঙালি কিশোর-কিশোরীদের প্রিয় কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ডে। ১৯৮৫ সালের আগস্ট মাসে যার...