‘কৃষ কাপুর’ চরিত্রের মাধ্যমে পর্দায় আবির্ভাব ঘটিয়েই বলিউডে ঝড় তুলেছিলেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পান্ডে। তবে ‘সাইয়ারা’র সাফল্যে তিনি যেমন পেয়েছেন খ্যাতির শীর্ষ ছোঁয়া, তেমনি তাতেই থেমে নেই তার পথচলা। নতুন চ্যালেঞ্জ, নতুন চরিত্র, আর আরও গভীর অভিনয়ের খোঁজেই এখন ছুটছেন ২৭ বছরের এই উঠতি নায়ক।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেকে নতুন করে ভাঙছেন আহান, এবার শুরু করলেন নতুন প্রস্তুতি। ‘কৃষ কাপুর’-কে যে তিনি পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছেন, আহানের নতুন লুক তারই প্রমাণ।সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট করে কাটা চুল, স্বল্প দাড়ি ও পরনে লেদার জ্যাকেটে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা একটা কাট।’ উল্লেখ্য, সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আহান। তাকে দেখা যাবে পরিচালক আলী আব্বাস জাফরের...