ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াডে এসেছে দুটি পরিবর্তন। ওই দলে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তরুণ পেসার নাহিদ রানা বাদ পড়েছেন। তাদের বদলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। ঘোষিত বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য...