ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে বেশ ভালাই করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেছে চোখে চোখ রেখে। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামছে টাইগ্রেসরা। এমন ম্যাচে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী বিশ্বকাপে আগের ১২ আসরের মধ্যে ৭ বারের চ্যাম্পিয়নই অসিরা। বর্তমান চ্যাম্পিয়নও তারাই। বিপরীতে, বাংলাদেশ খেলছেই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ। পয়েন্ট টেবিলেও অস্ট্রেলিয়ার অবস্থানও বেশ ভালো। ইংল্যান্ডের বিপক্ষে সমান ৪ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অসিরা। মুখোমুখি পরিসংখ্যানেও একছত্র আধিপত্য অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত চারটি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। এর মধ্যে...