জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী ৪ মাসে তাদের কাছে বেশি প্রত্যাশাও নেই বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে যেসব প্রত্যাশা ছিল সেগুলোও জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণ-অভ্যুত্থানের সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস-আদালতে দুর্নীতিবিরোধী কঠোর অভিযান চালাবে। দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলা ঢোকাবে এবং ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ডামি রাজনীতিবিদ, এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে। তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে। কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে প্রোটেকশন ও করা হয়েছে পুনর্বাসন।আরও পড়ুনআরও পড়ুনহাসিনা-কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর তিনি আরও বলেন, সমাজ থেকে অনাচার ও অবিচার রোধে...