রোলার কোস্টারের মতো বাংলাদেশের ওপেনারদের জায়গা ঘুরছে। আজ অমুক বাদ পড়ছেন তো কাল তমুক ঢুকছেন। আবার যিনি ঢুকছেন তিনিও পারছেন না জায়গা পাকাপাকি করতে। ফলে বাধ্য হয়ে নতুন কাউকে কিংবা বাদ পড়াদের মধ্যে কাউকে নিয়ে আসা হচ্ছে। কে কেন বাদ পড়ছেন তা স্পষ্ট। কিন্তু কেন আবার ঢুকছেন তা স্পষ্ট নয়! সৌম্য সরকারের কথাই ধরুণ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে তার যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত। যেতে পারেননি ভিসা জটিলতায়। খেলেছেন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে। যেখানে ফাইনাল ম্যাচে চরম বাজে ব্যাটিংয়ে রান করেছেন ২২ বলে ৮। আউটের ধরণ দেখলে তাকে নিয়ে নির্বাচকরা দ্বিতীয়বার ভাবনার কারণ নেই। অথচ তাকেই কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ফেরানো হলো।আরো পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা৭ উইকেটের হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ কার জায়গায়?...