আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ১৮ অক্টোবর থেকে গরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে দুই পরিবর্তন এনছেন নির্বাচকরা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন ওপেনার নাঈম শেখ। শেষ ম্যাচে ব্যাটহাতে ২৪ বল খেলে মোটে ৭ রান করতে পেরেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরে দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। এই টপঅর্ডার ব্যাটার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে, ওয়ানডের রঙিন পোষাক...