আফগানিস্তান সিরিজ শেষে মাত্রই দেশে ফিরেছেন জাকের-মিরাজরা। তবে বিশ্রাম পাচ্ছে না তারা। একদিন পরই ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এলকেডির। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। তবে এবার ঘরের মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। নাহিদ রানা ও নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আর সৌম্যর সঙ্গে প্রথমবারের মতো...