বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানাফ্লাওয়ার্স বলেছন, কন্যাশিশুরা ভুক্তভোগী নয়, বরং স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, ‘‘তারা এমন এক ভবিষ্যৎ গড়ে তুলছে, যেখানে সমতা, নিরাপত্তা ও সুযোগ সবার জন্য উন্মুক্ত।’’ বাংলাদেশে এখনও বিপুল সংখ্যক কন্যাশিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হচ্ছে। অনেকেই মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারছে না এবং ঘরে সহিংসতার শিকার হচ্ছে। এমন বাস্তবতার মধ্যেই গত ১১ অক্টোবর পালিত হলো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি বলেন, ‘‘বাংলাদেশসহ বিশ্বের সব কন্যাশিশুদের অসাধারণ শক্তি, নেতৃত্ব ও সাহস আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। শহরের শ্রেণিকক্ষ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের কন্যাশিশুরা প্রতিকূলতার মধ্যেও কথা বলছে, নিজের মত তুলে ধরছে এবং পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে।’’ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউনিসেফের ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘আমি কন্যাশিশু, আমি পরিবর্তনে নেতৃত্ব...