ওয়ানডে দলে ফেরার পর এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। এক ম্যাচ খেলে দলে জায়গা হারালেন নাহিদ রানাও। এক ব্যাটসম্যান ও এক পেসারের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেওয়া হয়েছে দুই ব্যাটসম্যানকে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগের আরও অনেকবারের মতো আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার। এই নিয়ে কতবার দলে ফিরলেন সৌম্য, তিনি নিজেও হয়তো বলতে পারবেন না ঠিক করে। প্রায় ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৭৬টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। সবশেষটি ছিল গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রান করে। এর আগের ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই ম্যাচে করেছিলেন ৭৩ রান। আয়গানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি...