২০২৬ আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে কেন উইলিয়ামসনকে। লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটিং গ্রেট। ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি। এছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অফ স্পিনার কার্ল ক্রোকে। দলটির প্রধান কোচ হিসেবে আছেন জাস্টিন ল্যাঙ্গার, পেস বোলিং কোচ ভারাত আরুন। দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী উইলিয়ামসন। “এলএসজিতে (লাক্ষ্নৌ সুপার জায়ান্টস) যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। তাদের অসাধারণ প্রতিভাবান দল ও দুর্দান্ত সব কোচ আছেন, যাদের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। সেরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আইপিএলে অংশ নেওয়া সবসময়ই বিশেষ কিছু।” লাক্ষ্নৌর জন্য গত দুটি আইপিএল একদম ভালো কাটেনি। ২০২২ ও ২০২৩ আসরে চতুর্থ হওয়া দলটি ২০২৪ ও ২০২৫ আসরে হয় সপ্তম। লাক্ষ্নৌর...