ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা৷ তাঁদের জায়গায় এসেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। যদিও এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন। তবে সাদা বলের ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাঈম শেখ ও নাহিদ রানা। শেষ ম্যাচে নাঈম শেখ সুযোগ পেয়েছিলেন ওপেনিং-এ। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি। ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ বলে মাত্র ৭ রান করে আউট হন নাইম। যেজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে তিনি ডাক পাননি। অন্যদিকে তরুন...