সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে একেবারে দ্বারপ্রান্তে গিয়ে হেরেছিল বাংলাদেশ। শেষ ওভারের সেই হারের ক্ষত ভুলে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশাখাপত্তনমে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হারা বাংলাদেশ আজ তাদের একাদশে দুটি পরিবর্তন করেছে। দলে জায়গা হারিয়েছেন পেসার মারুফা আক্তার ও স্পিনার নাহিদা আক্তার। অধিনায়ক জ্যোতি টসের সময় স্পষ্ট করেছেন কোনো ধরনের চোটের জন্য নয়, পর্যাপ্ত বিশ্রামের জন্য মারুফাকে একাদশে রাখা হয়নি। এছাড়া আগের ম্যাচে চোট পাওয়ায় জায়গা হয়নি স্পিনার নাহিদা আক্তারের। বিশ্বকাপের...