নিজস্ব প্রতিবেদক: কাঠমিস্ত্রি থেকে কনটেন্ট ক্রিয়েটর হয়ে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া রিপন মিয়া আবারও সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি টেলিভিশন রিপোর্টে তার বিরুদ্ধে মা-বাবাকে অবহেলা ও স্ত্রী-সন্তান অস্বীকারের অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেয়। তবে এই বিতর্কের জবাব দিতে ঢাকায় সরাসরি হাজির হন রিপন মিয়া, সঙ্গে তার স্ত্রী, দুই সন্তান ও মা। সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় তারা সব অভিযোগ অস্বীকার করেন। রিপনের স্ত্রী চম্পা বলেন,“মানুষ কী কয় কউক না কউক, আমি হেইসব কথা কানে নেই না। আমি সুখে আছি। রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি।” তিনি দাবি করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা হঠাৎ ঘরে ঢুকে উল্টো পাল্টা প্রশ্ন করেন, যা তার জন্য অস্বস্তিকর ছিল। রিপন মিয়া নিজেও এ বিষয়ে বলেন,“দেড় বছর আগে এক ভাইসাবের ভিডিওতে বিয়ে নিয়ে কথা বলছিলাম।...