এয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১০৮ আট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকালে তোপখানা রোডে ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই তালিকা ঘোষণা করেন। প্রথম পর্যায়ের তালিকা পার্টির শীর্ষ নেতাদের মধ্যে আছেন-ফেনী-৪ আসনে মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, পটুয়াখালী-১ আসনে আব্দুল ওহাব মিনার, ঢাকা-২০ আসনে হেলাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম-৫ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ আসনে গোলাম ফারুক, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ ফারাহ নাছ সাত্তার প্রমূখ রয়েছেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, “আজকে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করা হল। এই ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্য্ক্রম শুরু হচ্ছে। “আমরা একককভাবে নির্বাচন করলে আরও একটি চূড়ান্ত তালিকা আমরা করব। এটা প্রাথমিক তালিকার মনোনীতদের কার্য্ক্রম দেখার জন্য একটি কমিটি...