ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ উপলক্ষে একটি গণসচেতনতা র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকালে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে অবস্থিত “ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়াম”-এ এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান। সভায় নিউরোসার্জারি বিভাগের শিক্ষকবৃন্দ, রেসিডেন্ট চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স এবং হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মেরুদণ্ডের রোগ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। দেশের বিপুল...