উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। তাছাড়া গতবারের চেয়ে অর্ধেকেরও কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি; যা গত বছর ছিল মাত্র ৬৫টি। এদিকে, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফেল করা শিক্ষার্থীদের সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন। এ অভিনেত্রী তার ফেসবুকে একটি ফটো কার্ড পোস্ট করে লেখেন, “শূন্যস্থান পূরণ করো: ক) ‘মার্চ টু _______।’ খ) ‘এই তোরা _____ তে আয়!”আরো পড়ুন:অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেননাটকের সাফল্যে ইমুর উদযাপন সমবেদনা জানিয়ে মেহের আফরোজ শাওন লেখেন, “মোরা অব দ্য স্টোরি: কোমলমতি মেধাবি শিক্ষার্থীরা, শুধু বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটাও ঠিকমতো করা লাগে। তা...