২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করে অল্প সময়েই নেটিজেনদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন রিপন মিয়া। মজার ভিডিও, সামাজিক বার্তাবাহী কনটেন্ট ও হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য তিনি জনপ্রিয়তা পান। তবে সম্প্রতি পরিবার ও ভরণপোষণ সংক্রান্ত একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এই ইউটিউবার ও ফেসবুক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার প্রথমবারের মতো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন রিপন মিয়া। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মূলত কোথা থেকে কী হয়েছে আমি বুঝিনি। আগে মনে হয় আব্বা-আম্মার কাছে গেছে, তারপর আমাদের বাড়িতে গেছে। আমি তখন বাড়িতে ছিলাম না, বাজারে ছিলাম। পরে সাংবাদিক এসে বলে, আপনার নামে বিচার আছে। নিজের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় সংবাদমাধ্যমে...