দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি যুক্ত থাকলেই সেটি ইসলামী দল হিসেবে গণ্য হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলাম কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি মানবতার ধর্ম-যা বিভাজন নয়, ঐক্যের বার্তা দেয়। তিনি আরও বলেন, শুধু ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা ঠিক নয়। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভাজন থাকবে না। বিএনপিকে ইসলামবিরোধী বলা অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে আলেম ও ইসলামের প্রতি বিদ্বেষী আচরণ করেছে আওয়ামী লীগ। বিএনপি সবসময় ইসলামপ্রেমী ও আলেম সমাজের পাশে ছিল এবং থাকবে।...