লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে (১৭ অক্টোবর) থিয়েটার তাঁদের নাটক ‘বারামখানা’র একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। প্রদর্শনীটি উৎসর্গ করা হচ্ছে সম্প্রতি প্রয়াত লালনসংগীতের অন্যতম প্রধান শিল্পী ফরিদা পারভীনের স্মৃতির উদ্দেশ্যে। লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনা দিয়েছেন...