এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সৌম্য সরকার। চোট ও ভিসা জটিলতায় মাঝের সময়ে খেলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেট দিয়ে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে টাইগারদের দল। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি আফগানিস্তান সিরিজে থাকা মোহাম্মদ নাঈম ও নাহিদ রানার। চোটের শঙ্কা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস। এবারই প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটার অঙ্কন। এর আগে তিনি জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন। পেসার হিসেবে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ব্যাটিংয়ে তানজিদ তামিমের সঙ্গে আছেন সৌম্য, শান্ত, সাইফরা। মিডলের দায়িত্ব বর্তাবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারিদের কাঁধে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে...