সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়া স্কোয়াডে দুটি পরিবর্তন এনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি। বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। দলে এসেছেন ওপেনার সৌম্য সরকার ও অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বৃহস্পতিবার বিসিবি ১৬ সদস্যের দল জানায়। নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। সৌম্য আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন, ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ওয়ানডে দলে ছিলেন না সৌম্য। রাখা হয়েছিল নাঈম শেখকে। আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বাদ পড়লেন। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগে টেস্টে অভিষেক হয়েছে ২৬ বর্ষী মিডলঅর্ডার উইকেটরক্ষক-ব্যাটারের। আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। ওয়ানডে মিরপুরের শের-ই-বাংলা...