মাঠের লড়াইয়ের পাশাপাশি পড়ালেখার জগতেও ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত থাকলেও জাতীয় নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তারের এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।বৃহস্পতিবার ফল প্রকাশিত হলে দেখা যায়, তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলে অকৃতকার্য হয়েছেন। তবে মারুফার পরীক্ষার খাতাটি পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হবে বলে নিশ্চিত করেছে বিকেএসপি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মারুফা আক্তার বলেন, ‘ভূগোল পরীক্ষাটা খারাপ যায়নি। তাই কলেজের পক্ষ থেকে আমার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হবে। আশা করি, সংশোধিত ফলে ভালো কিছু আসবে। ’ আপাতত ‘নিরীক্ষার অপেক্ষায় ঝুলে আছে’ এই পেসারের চূড়ান্ত ফলাফল। অন্যদিকে, ছেলেদের বিভাগে বেশ কয়েকজন ক্রিকেটার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।...