২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে আজ ১৬ অক্টোবর। তবে এবার ফলাফলে দেখা গেছে পাশের হার অনেক কম। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন মোটে ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। যা গেল বারের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। ফলে ফলাফল নিয়ে অসন্তুষ্টি আসাটা অমূলক নয় একেবারেই। অসন্তুষ্ট পরীক্ষার্থীদের সুযোগ অবশ্য শেষ হয়ে যাচ্ছে না। সবাই পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তারা আবেদন করে খাতা পুনঃনিরীক্ষণ করে নিজের ফল বদলানোর সুযোগ পাবেন। আগামীকাল শুক্রবার থেকে এই আবেদনের সময়সীমা শুরু হবে। চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। প্রয়োজনে সব পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তবে প্রতিটি পত্রের জন্য গুণতে হবে ১৫০টাকা করে ফি। গত সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। ২০২৫ সালের এইচএসসি...