বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার সংকট ও কৃষকদের দাবি উপেক্ষা করলে ডিসি অফিস ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সতর্ক করেছেন, “আমলাতন্ত্র এমনভাবে চলতে পারবে না।” বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “দেশের মানুষ পিআর বাদ দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন চায়। ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার অধিকার আমরা নিশ্চিত করতে চাই।” ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভোট ও মানুষের অধিকার ভূলভুলি করেছে। “গত ১৫ বছরে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আগামী ২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করবে।” শিক্ষকদের আন্দোলন...