জুলাই সনদ বাস্তবায়নে দেওয়া তিনটি শর্ত পূরণ না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরির সময় প্রতারণা করা হয়েছে। তাঁর দাবি, “ঘোষণাপত্রের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও বয়ান বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে পুরো বিষয়টি দেখানো হয়নি। এটি গণমানুষের প্রত্যাশার সঙ্গে অসঙ্গত।” তিনি বলেন, “এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে কোনোভাবেই এতে সই করবে না। গণমানুষের দাবি পূরণ ছাড়া সনদে স্বাক্ষর দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।” সনদ ও গণভোটের প্রশ্ন প্রকাশ: জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্ন আগে থেকেই চূড়ান্ত করে জনগণের কাছে প্রকাশ করতে...