কুমিল্লা বোর্ডে এবার সম্মিলিত পাশের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ । জিপিএ -৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এক্ষেত্রে মেয়েদের পাশের হার ৩০দশমিক ৭০১ শতাংশ, ছেলেদের পাশের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। মোট পাস করেছে ৪৮হাজার ৬৫৭ জন । কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লাসহ ৬টি জেলা চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে এ বছর তিনটি বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯ হাজার ৫৭৬ ছাত্র-ছাত্রছাত্রী। পরীক্ষায় তিনটি বিভাগে পাশ করেছে ৪৮ হাজার ৬ শত ৫৭জন শিক্ষার্থী । এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে পাশ করেছে ১৬হাজার ২৫১জন, মানবিক বিভাগে ২০হাজার ৫৯০জন, ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১১হাজার ৮১৬জন শিক্ষার্থী পাস করেছে। এবছর পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এক্ষেত্রে...