এবার ব্রাউজারেরতিন ডট (⋮)আইকনে ক্লিক করেDesktop Siteচালু করুন।এতে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ দেখা যাবে, যা থেকে অ্যাকাউন্ট খোঁজা সহজ হবে। ইমেইল বা ফোন নম্বর মনে না থাকলেSearch by your email address or name insteadনির্বাচন করুন। আপনার পুরনো ফেসবুক নামটিযেভাবে প্রোফাইলে ছিল ঠিক সেভাবেলিখে সার্চ দিন। প্রোফাইল ছবি ও তথ্য দেখে নিজের অ্যাকাউন্টটি চিহ্নিত করুন। ফেসবুক এবার আপনার পরিচয় যাচাই করবে। নিচের যেকোনো এক বা একাধিক পদ্ধতি দেখা যেতে পারে— কোড (OTP)পাঠানো হবে পুরনো ইমেইল বা ফোনে (যদি অ্যাক্সেস থাকে)। ভিডিও ভেরিফিকেশন:আগে যদি সরকারী আইডি দিয়ে ভেরিফাই করা হয়ে থাকে, তাহলে নিজের মুখের একটি ছোট ভিডিও দিতে হতে পারে। পুরনো ডিভাইস ব্যবহার:আগে যেসব মোবাইল বা কম্পিউটার থেকে লগইন করেছিলেন, সেখানে নোটিফিকেশন পাঠিয়ে লগইন অনুমতি দেওয়া যেতে পারে। পরিচয় যাচাই সম্পন্ন হলে আপনাকে...