সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দেড়টা পর্যন্ত দুই দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দলের মধ্যে কোনো উত্তেজনা দেখা যায়নি। তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্পটে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা মেইনগেটের উল্টো পাশে অবস্থান করছে যুবদলের নেতাকর্মীরা, তার একশ মিটার দূরে কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা, তার একশ মিটার দূরে বিশ্ববিদ্যালয় মেইনগেটের কাছাকাছি বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। তালাইমারি, বিনোদপুর, অক্টোয়ের মোড় এলাকায় বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের দেখা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া, বিশ্ববিদ্যালয় স্টেশন, কড়ইতলা রেল ওভারপাস এলাকায় দুই দলের...