সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাঠমিস্ত্রি থেকে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সাল থেকে ফেসবুকে বিনোদনমূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাওয়া এই তরুণকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়েছে নানা বিতর্ক ও সমালোচনা। এই আলোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে রিপনকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি একদিকে রিপনের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, অন্যদিকে কিছু গণমাধ্যমের আচরণকেও তীব্রভাবে সমালোচনা করেন। চমক লেখেন, “স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া ভালো না খারাপ— সেটা নিয়ে সবাই কথা বলছে। কিন্তু আমরা কি একবারও ভাবছি, তার বাবা-মা তাদের সন্তানের সম্মান রক্ষায় কী করলেন?” তিনি আরও বলেন, “মিডিয়ার চাকচিক্য...