দীর্ঘ ৭ বছর পর গুমজীবন থেকে ফিরেছেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ‘আয়নাঘর’ থেকে মুক্তি পান তিনি। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুর ডিওএইচএস’র নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু পরে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, এ জোরপূর্বক গুমের ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কতিপয় সদস্যরা জড়িত ছিলেন। সেই গুমজীবনের রোমহর্ষক অভিজ্ঞতা একাধিক সাক্ষাৎকার এবং গুম-সংক্রান্ত তদন্ত কমিশনে শেয়ার করেছেন ব্যারিস্টার আরমান। এবার তা আরও বিস্তৃত পরিসরে উঠে এসেছে। তাঁর দুর্বিষহ গুমজীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘আয়নাঘর ফাইলস এপিসোড ২’। বুধবার (১৫ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রামাণ্যচিত্রটি প্রকাশিত হয়। এটি নির্মিত হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। শিগগিরই তা ইউটিউবে প্রকাশিত...