ঢাকা: ২০২৪ সালের ফরাসি অভিবাসন আইনেই নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করার ইঙ্গিত ছিল। এবার সেই ধারাবাহিকতায় চালু করা হয়েছে ৪০ নম্বরের একটি এমসিকিউ (MCQ) পরীক্ষা। সম্প্রতি একটি ডিক্রি জারির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ফ্রান্সে নাগরিকত্ব ও অভিবাসন নীতি বর্তমানে আগের তুলনায় অনেক বেশি কঠোর। ২০২৪ সালের জানুয়ারিতে গৃহীত নতুন অভিবাসন আইন দিয়েই এই পরিবর্তনের সূচনা হয়।এই আইনের মূল লক্ষ্য হলো—বিদেশিদের ফ্রান্সে প্রবেশ ও বসবাসের প্রক্রিয়াকে কঠোর করা এবং ফরাসি সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্তির (ইন্টিগ্রেশন) ওপর জোর দেওয়া।আইনটি অভিবাসীদের ভাষাগত দক্ষতা, পেশাগত স্থিতিশীলতা ও নাগরিক মূল্যবোধের উপর জোর দিয়ে প্রণয়ন করা হয়। এতে নাগরিকত্বের জন্য ফরাসি ভাষার দক্ষতা বি১ থেকে বি২ স্তরে এবং স্থায়ী রেসিডেন্ট পারমিটের অনুমতির জন্য এ২ থেকে বি১ স্তরে উন্নীত করা হয়৷তবে আইনটির কয়েকটি ধারা...