ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের যে দীর্ঘ দ্বন্দ্ব চলেছিল এক সময়ে, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের সুপারস্টার সালমান খান। সালমানের ভাষ্য, অরিজিতের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়টি ‘তার দিক থেকেই হয়েছিল’। এর মধ্যে অতীত বিবাদ ভুলে ‘টাইগার ৩’ সিনেমা অরিজিৎকে দিয়ে সালমান গান গাইয়েছিলেন ঠিকই, তবে গায়কের সঙ্গে সমীকরণের অবনতি হওয়া নিয়ে মুখ খোলেননি তিনি। বলিউড হাঙ্গামা লিখেছে, এই প্রথমবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে ‘উইকেন্ড কা বার’ পর্বে ভাইজান মেনে নিলেন ভুলটা তার পক্ষ থেকেই হয়েছিল। দীর্ঘ ৯ বছর সালমান ও অরিজিতের মুখ দেখাদেখি বন্ধ ছিল। একসঙ্গে কাজ তো দূরের কথা, এড়িয়ে চলতের একে অপরকে। কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথোপকথনে সালমান খান বলেন, “অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই...