বিস্ময়কর এক অর্কিড ফুলের প্রজাতি রয়েছে, যার যাবতীয় কার্যক্রম চলে মাটির নিচে। ‘রাইজানথেলা’ নামের এই অদ্ভুত প্রকৃতির অর্কিড ফুল নিজের পুরো জীবনটা মাটির নিচেই কাটায় এবং মাটির নিচেই ফুল ফোটায়। এ অর্কিডের কোনো পাতা নেই ও এক ধরনের ছত্রাক থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে। এই ছত্রাক আবার মাটি থেকে খাবার সংগ্রহ করে ও ‘মেলালেউকা আনসিনাটা’ নামের এক ধরনের ঝোপ গাছের মূলের সঙ্গে যুক্ত থাকে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান। প্রথম আবিষ্কৃত হওয়ার সময়ও গোটা বিশ্বে চমক তৈরি করেছিল রাইজানথেলা। ১৯২৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ায় মাঠে লাঙল চালানোর সময় এটি খুঁজে পান এক কৃষক। তবে এই ফুল খুঁজে পাওয়া আজও খুব কঠিন। এর আবাসস্থল হওয়ার সম্ভাবনা আছে এমন জায়গার মাটি খুব সাবধানে সরিয়ে সাধারণত এ অর্কিডের ফুল খোঁজা হয়। এসব...