আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গতকাল রাতে দেশে ফেরেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। দেশে ফিরে বিমানবন্দরে তাদের দুয়ো দেয় কিছু মানুষ, ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান তোলে তাদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। যা মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তিনি লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না-আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা প্রশ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’ ‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে-এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় কারণ, আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেলেও...