সম্প্রতি ইউটিউব চ্যানেল ইমু এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে এফকে ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’। প্রকাশের পর থেকেই নাটকটি অনলাইনে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমু শিকদার, সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলমসহ আরও অনেকে। নাটকের সাফল্য উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয় গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের শিল্পীরা—ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন ও খোরশেদ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ অনেকে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী ইমু শিকদার বলেন, “ডলার ভাই সবসময় আমার ওপর ভরসা করেছেন। ‘তুমি আমার কে’ নাটকে আমি খাদিজা চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা আমাদের পরিশ্রমের প্রমাণ। সামনে...