চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটরডেম কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই কলেজে পাসের হার ৯৯.৬০ শতাংশ।আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক কমেছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। নটরডেম কলেজে খোঁজ নিয়ে জানা যায়, এবছর প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী...