চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৫ লাখ ৮ হাজারের বেশি শিক্ষর্থী অকৃতকার্য হয়েছেন। তবে শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত প্রয়োজনে সব পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ বছর শিক্ষার্থীদের নতুন নিয়মে এসএমএসের বদলেhttps://rescrutiny.eduboardresults.gov.bd/এই ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে...