রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট প্রদানের পর শিক্ষার্থীদের আঙুল থেকে কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোটগ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন কেন্দ্রে ভোট দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী এই অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আব্দুল জাব্বার বলেন, ভোট দেওয়ার পর হাত দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালি উঠে যাচ্ছে। তার আশঙ্কা, কালি উঠে গেলে যে কেউ চাইলে আবার ভোট দিতে পারবে, যা জাল ভোটের শঙ্কা তৈরি করে। একই অভিযোগ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জুবায়ের বলেন, ভোট দিয়ে এসে তিনি পরীক্ষামূলকভাবে পানি দিয়ে ধুয়ে দেখেছেন এবং দেখেন যে কালি উঠে যাচ্ছে। তিনি মনে করেন, এমনটি হলে যে কেউ একাধিক ভোট দিতে পারবে। তবে এই অভিযোগের বিষয়ে...