
লিভার বিকল বা লিভার ফেলিওর শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, যার কিছু উপসর্গ রাতে আরও স্পষ্টভাবে ধরা পড়ে। গবেষণা বলছে, লিভারজনিত অসুস্থতায় ভোগা অনেকেই ঘুমিয়ে পড়তে, ঘুম ধরে রাখতে কিংবা গভীর ও বিশ্রামদায়ক ঘুম পেতে সমস্যায় পড়েন। এমনকি দিনের বেলায়ও তারা অস্বাভাবিকভাবে ক্লান্ত বা তন্দ্রাচ্ছন্ন বোধ করেন। “Sleep Disturbances in Patients with Liver Cirrhosis: Prevalence, Impact, and Management Challenges” শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, লিভারের ক্ষতির কারণে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ মস্তিষ্কে প্রভাব ফেলে, যার ফলে ঘুমের ছন্দ নষ্ট হয়। এই অবস্থাকে বলা হয় হেপাটিক এনসেফালোপ্যাথি (Hepatic Encephalopathy)। এ ছাড়া মেলাটোনিনসহ ঘুম নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া এবং দেহের স্বাভাবিক জৈব ঘড়ির বিঘ্ন ঘুমে বড় বাধা তৈরি করে। এসব পরিবর্তন বোঝা গেলে রোগীরা লিভার বিকলের জটিলতা ভালোভাবে নিয়ন্ত্রণ...