রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ ফটকের পাশে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’ এ বিষয়ে জানতে চাইলে রাহী সাংবাদিকদের বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’ তবে রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে। তার ভাষায়, ‘ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত...