সপ্তাহে চুলের বিভিন্ন ট্রিটমেন্টের জন্য কমবেশি সব নারীই নিয়মিত পার্লারে যান। চুল ধোয়া বা ট্রিটমেন্ট করানোর সময় পার্লারে মাথা পেছনে হেলিয়ে বেসিনে রাখেন। চুল ধোয়ার সময়ে এটি বেশ স্বাভাবিক অভ্যাস। কিন্তু এই সাধারণ ভঙ্গিই কোনো কোনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। সম্প্রতি আমেরিকান জার্নাল অব ইমারজেন্সি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, যারা নিয়মিত পার্লারে গিয়ে চুলে শ্যাম্পু বা স্পা করেন, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়া ঝুঁকি সবচেয়ে বেশি। চিকিৎসাবিজ্ঞানে একে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’ বলে থাকে। একটি বিরল হলেও মারাত্মক সমস্যা, যা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। এই রোগে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই হলেন নারী। কেন এই রোগ হয়?বিশেষজ্ঞদের মতে, চুল ধোয়ার সময় যদি দীর্ঘক্ষণ ঘাড় পেছনের দিকে অতিরিক্ত বাঁকা অবস্থায় থাকে, তাহলে ভার্টিব্রাল আর্টারি নামের রক্তনালিতে চাপ পড়ে। এই ধমনীগুলো মস্তিষ্কে...