মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ভয়াবহতার পর শিক্ষার্থীদের অনলাইন কর্মকাণ্ড নজরদারিতে রাখতে কর্তৃপক্ষ নানা প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু সেই নজরদারি এবার যেন ‘অত্যন্ত বাস্তব’ হয়ে উঠল,কারণ এক কিশোরের ভার্চুয়াল প্রশ্নই তাকে সরাসরি জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনাটি ফ্লোরিডার ডিল্যান্ড শহরের সাউথওয়েস্টার্ন মিডল স্কুলে। ১৩ বছর বয়সী এক ছাত্র স্কুলের কম্পিউটার ব্যবহার করে ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে, “কীভাবে ক্লাসের মধ্যে আমার বন্ধুকে হত্যা করতে পারি?” একটি নিষ্পাপ ‘টাইপ করা প্রশ্ন’ মনে হলেও, সেটিই হয়ে উঠল পুলিশি তদন্তের সূত্রপাত। কারণ, স্কুলের অনলাইন নিরাপত্তা নজরদারি ব্যবস্থা সঙ্গে সঙ্গে সেই বার্তা শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়। স্কুলের নিরাপত্তা নজরদারি পরিচালনা করে গ্যাগল (Gaggle) নামের সংস্থা, যারা যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো স্কুলে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা পর্যবেক্ষণ করে। তাদের প্রযুক্তি নির্দিষ্ট কীওয়ার্ড—যেমন “kill”, “murder”, “suicide”—চিহ্নিত করে...