বেশি নম্বর দিয়ে পাসের হার বাড়ানোর কোনো নির্দেশনা সরকার, মন্ত্রণালয় বা বোর্ড থেকে উত্তরপত্র মূল্যায়নকারীদের দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ফলাফল নিয়ে তিনি এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, (নম্বর প্রদানের ক্ষেত্রে) আমরা কাউকে কোনো ছক বেধে দেইনি। এভাবে নম্বর ছাড় দেবেন বা বেশি দিয়ে পাসের হার বাড়াবেন; বোর্ড থেকে এমন কোনো ভাবনার প্রয়োজন নেই। মন্ত্রণালয় বা সরকার (এমন) কোনো নির্দেশনা দেননি। তাদের নির্দেশনা ছিল, যা নিয়ম সে মোতাবেক চলবে। তিনি বলেন, উত্তরপত্র মূল্যায়নের যে নিয়ম আছে, আমরা তাদের সেগুলো স্মরণ করিয়েছি, যে আপনারা জানেন কীভাবে খাতা দেখতে হয়। দীর্ঘ বছরের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় যদি কোনো বদঅভ্যাস থাকে যে, সামান্য লিখলে ভুল হলেও ১-২ নম্বর দেওয়া,...