প্রযুক্তির দুনিয়ায় ভারত এখন আর পিছিয়ে নেই। স্মার্টওয়াচ, ইয়ারবাডস কিংবা স্মার্ট ব্যান্ড—দেশীয় কোম্পানিগুলো ইতিমধ্যেই বিশ্বমানের অনেক গ্যাজেট তৈরি করছে। এরই ধারাবাহিকতায় এবার এসেছে এক নতুন চমক—ভাঁজ করা যায় এমন ই-সাইকেল। সম্প্রতি আইআইটি বোম্বের একদল ছাত্রছাত্রী তৈরি করেছে বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেম ই-বাইক, যা সহজে ভাঁজ করে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এই অভিনব ই-বাইক শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং চলাচলে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই সাইকেলের ডিজাইন এবং ধারণা এতটাই অনন্য যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই প্রশংসা করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট করে জানিয়েছেন, এই ই-বাইক তাঁকে মুগ্ধ করেছে এবং তিনি এর নির্মাতাদের স্টার্টআপে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দ মাহিন্দ্রা তাঁর পোস্টে লেখেন, “আইআইটি বোম্বের কিছু ছাত্রছাত্রী দেশের গর্বের প্রতীক হয়ে উঠেছে। তারা...