রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেছেন, ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে।ঘষাঘষি না করে শুকানোর সময় দিলে কালি উঠবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। অমোচনীয় কালি উঠে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, একটু শুকানোর সুযোগ দেন। আমাদের রেজিস্টার সাহেব কালকে কালি লাগিয়েছেন, আজকে যতই ঘষাঘষি করছি আমরা কালি উঠছে না। সবচেয়ে ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটু শুকানোর সুযোগ দিলে এটা কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, আমাদের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর মধ্যে একটা এই কালি। যদি কেউ ঘষে কালি...