সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ভুয়া যোদ্ধা যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন” এবং “ফাউন্ডেশনের ১০ জন কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা” বিষয়ক খবর নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের স্বপ্ন, ত্যাগ ও আদর্শের ধারায় শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন, সুচিকিৎসা ও সম্মানজনক সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। তবে ছয় মাস আগের একটি ভুয়া জুলাই যোদ্ধা যাচাইয়ের ঘটনার উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ফাউন্ডেশন মনে করছে, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা জাতির কাছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং জাতির প্রত্যাশিত জুলাই সনদ...