২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বছর যেখানে ৭৮.৭৭ শতাংশ পাশের হার ছিল, সেখানে এবার তা ১৯.৯৫ শতাংশ কমে গেছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ। যার ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, কেন এমন হলো? এইচএসসি পরীক্ষায় কেন এমন ধস নামল? বিভিন্ন রকমের বিশ্লেষণই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানালেন নিজের মত। তিনি জানিয়েছেন, কেন এমন ধস নেমেছে এইচএসসি পরীক্ষার ফলাফলে। আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা পড়ালেখার ব্যাপারে অনেকটাই বিমুখ। তারা অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে ছিলো বলে আমাদের ধারণা।’ ফলাফলে এমন ধসের পর করণীয় কী, তা নিয়েও...