চার বছর আগে ৩৯ হাজার ইয়াবাসহ ধরা পড়া কার্ভাড ভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা। দণ্ডিতরা হলেন- চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)। জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে; আর আজিজুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি ইউনিয়নের সীজারিঘোনা গ্রাম, তার বাবার নাম মৃত সৈয়দ আলম। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও আছে। দণ্ডিত...