১৬ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ঘটেছে এক অভূতপূর্ব বিপর্যয়। প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে— যা গত ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফলাফল বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট শিক্ষাবোর্ডে। পাশাপাশি, জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যাতেও ঘটেছে বড় ধস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, ইংরেজিসহ কয়েকটি বিষয়ে দুর্বল ফলের কারণে সামগ্রিক পাসের হার কমেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার সিলেট বোর্ডে পাসের হার মাত্র ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২, ২০২২...